২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী
sdr

তানোরে মহান মে দিবস পালিত।

স্টাফ রিপোর্টার পারভেজ: রাজশাহীর তানোরে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) ও মিশুক-সিএনজি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালিত হয়।
সকালে উপজেলা চত্বর একটি র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মো: গোলাম রাব্বীর সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) তানোর শাখার সভাপতি মোহাম্মদ আলী মন্ডল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর থানামোড় বণিক সমিতির সভাপতি হামিদুর চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রকাশিত: মাদারল‍্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ