২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আদালতের নিরাপত্তা জোরদার -খালেদার জামিন শুনানিকে কেন্দ্র করে

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় করা খালেদা জিয়ার জামিনের আবেদনের ওপর আপিল বিভাগে আজ শুনানি হবে। এজন্য সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি হবে।
শুনানি উপলক্ষে আজ সকাল থেকে সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস‌্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইডি কার্ড দেখে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আদালত প্রাঙ্গণে আজ তিন স্তরের নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট চত্বর এলাকায় বেশ কিছু ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছর ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। একই সঙ্গে জামিনের আবেদন করা হয়। হাইকোর্ট গত ৩১ জুলাই জামিনের আবেদন সরাসরি খারিজ করে দেন। এই খারিজের রায়ের বিরুদ্ধে গত ১৪ নভেম্বর আপিল করেন খালেদা জিয়া। এই আবেদনের ওপর গত ২৮ নভেম্বর আপিল বিভাগে শুনানি হয়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ