২২শে মে, ২০২৫ ইং, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে সৌদিয়া ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা-মেয়াদ উত্তীর্ণ থাকায়

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি :রাজশাহীতে সৌদিয়া ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের প্যাকেটে মূল্য ও আমদানিকারকের নাম না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানকে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর ভদ্রা এলাকায় সৌদিয়া ডিপার্টমেন্টাল স্টোরে এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দোকানটিতে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়, জুস ও টমেটো সস পাওয়া গেছে। কিছু কিছু পণ্যের আমদানীকারকের নাম ছিলো না। প্যাকেটে উল্লেখ ছিলো না মূল্য, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় প্রতিষ্ঠানটিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ