সর্বশেষ সংবাদ
ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ হাড় কাঁপানো কনকনে শীত ও ঠান্ডা বাতাস উপেক্ষা করে শীতার্ত মানুষদের মাঝে ছুটে গেলেন চাঁপাইনবাবগঞ্জ’র জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।বৃহস্পতিবার রাত ১০ঃ০০ টার পরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কোচলা পাড়া ও তাল পুকুরের গুচ্ছ গ্রামে শীতার্ত মানুষদেরদেরকে নিজ হাতে কম্বল দিয়ে জড়িয়ে দেন স্থানীয় সরকারের এই জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। নূরুল হক শ্রেষ্ঠ জেলা প্রশাসক তা আবারো প্রমান করে দিলেন। সারা দেশে হাড় কাঁপানো কনকনে শীত নেমেছে, বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। পৌষের আগমনে সারা দেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। শীতের পাশাপাশি ঘনকুয়াশা জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। সকল শীতার্ত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহবান জানিয়েছেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন শীতার্ত মানুষদের মাঝে এরই মাঝে বিভিন্নস্থানে কম্বল বিতরণ করেছেন। এদিকে ঢাকা আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ডিসেম্বরের শেষে রাজশাহী অঞ্চলে অন্তত একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী জানুয়ারিতে অন্তত তিনটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে দুটিই রূপ নিতে পারে তীব্র শৈত্যপ্রবাহে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়াও ফেব্রুয়ারিতেও হানা দেবে অন্তত একটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ। এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জ এর শুধী সমাজের লোকজন জেলা প্রশাসক’র এজেডএম নূরুল হক’র এমন সুন্দর একটি উদ্যোগে, অভিনন্দন সাধুবাদ ও জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের সকলের প্রশংসা করেন।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।