সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: রাজধানীর নিকেতনে বায়ু দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার নিকেতন এলাকায় অভিযানে চিত্রনায়ক শাকিব খানের নির্মাণাধীন বাসার সামনে ইট, বালু দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। ওই সময় ডিএনসিসি গাড়ি দিয়ে এসব গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ১০তলা ভবনটি ঘিরে রাখা টিনের বেড়াও ভেঙে যায়।
নির্মাণাধীন ভবনের সামনে রাখা ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর কারণে পরিবেশ, বায়ুদূষণ হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। এটি পরিচালনা করছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রট মীর নাহীদ হাসান।
জানতে চাইলে মীর নাহীদ হাসান বলেন, ‘পরিবেশ ও বায়ুদূষণ অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এই অভিযান চালাচ্ছি। কোনটা কার বাসা এটা আমাদের দেখার বিষয় নয়।’ এ ব্যাপারে নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার মনির হোসেন বলেন, ‘একটা নির্মাণাধীন বাড়ির সামনে যদি এসব ইট, বালু না রাখা হয়, তাহলে কোথায় রাখব? সিটি করপোরেশন আমাদের এসব বাড়ির ভিতরে ঢোকানোর কোনো সুযোগই দেয়নি।’
এ বিষয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এর আগে, গত ১৮ নভেম্বর নিকেতনে শাকিব খানের নির্মাণাধীন এই ভবনটিতে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় অভিযোগে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।