সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বাদী গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু বলেছেন, রোহিঙ্গাদের দুর্ভোগ লাঘবে আদালতের রায় একটি ছোট পদক্ষেপ, তবে এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সুরক্ষায় বিশ্বকে এখন আরও দ্রুত গতিতে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার এক অন্তবর্তী আদেশে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। আদেশগুলো হলো- মিয়ানমারের সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্রবাহিনীগুলোকে সব ধরনের গণহত্যার অপরাধ ও গণহত্যার ষড়যন্ত্র থেকে বিরত থাকার নির্দেশ, গণহত্যা সনদের ধারা ২ এর আওতায় মিয়ানমার রাষ্ট্র ও সরকারকে বাধ্যতামূলকভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর সার্বিক সুরক্ষা নিশ্চিত করা, রোহিঙ্গাদের হত্যা, নিপীড়ন বন্ধ এবং বাস্তুচ্যুতির মতো কর্মকাণ্ড থেকে মিয়ানমারের বিরত থাকা, গণহত্যা সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন আবশ্যিকভাবে পালন, রাখাইনে গণহত্যার প্রমাণ ধ্বংস হয় এমন কোন কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং মিয়ানমারের সশস্ত্র বাহিনী যেনো ফের কোনো গণহত্যা ঘটাতে না পারে তার কড়া ব্যবস্থা নেয়া। মিয়ানমার রাষ্ট্রকে আদালতের নির্দেশনা অবশ্যপালনীয় হিসাবে বাস্তবায়ন এবং ৪ মাস পর মিয়ানমারকে আদালতে প্রাথমিক রিপোর্ট দিতে সময় বেঁধে দিয়েছেন আদালত। আদেশের পর মিয়ানমারের প্রতিনিধি বা আইনজীবীরা কোন প্রতিক্রিয়া দেখাননি। নেপি’ডর তরফেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রতিক্রিয়া আসেনি। আদালতে উপস্থিত জেনেভাস্থ জাতিসংঘ অফিসের বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত শামীম আহসান আদেশকে একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। রোহিঙ্গা সঙ্কটের বড় ভিকটিম প্রায় ১১ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মানবিক কারণে অস্থায়ী আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ওই সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধান বিশেষত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছা ও নিরাপদ প্রত্যাবাসনে আদালতের অন্তবর্তী আদেশ এবং সুনির্দিষ্ট নির্দেশনা রাখাইন পরিস্থিতির উন্নতিতে সহায়ক হবে বলে আশা করে ঢাকা। দ্য হেগে সৌদি রাষ্ট্রদূত আবদুল আজিজ আবুহামেদ মামলার এই রায়কে রোহিঙ্গাদের সুরক্ষায় একটি বড় অগ্রগতি বলে মন্তব্য করেছেন। রোহিঙ্গা প্রতিনিধি তুন খিন এই রায়কে ‘মাইলফলক’ বলে অভিহিত করেছেন।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।