২৩শে মে, ২০২৫ ইং, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে মুজিববর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান মেয়র লিটনের

স্টাফ রিপোর্টারসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আহ্বান বার্তায় মেয়র বলেন, ১৭ মার্চ ২০২০ হতে ১৭ মার্চ ২০২১ সাল পর্যন্ত সময়কালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আগামী ১০ জানুয়ারি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ারে ক্ষণগণনা কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সারাদেশে একযোগে সরাসরি সম্প্রচারিত হবে। রাজশাহীতে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নগর ভবন ও সাহেব বাজার বড় মসজিদ চত্বরে ২টি ক্ষণগণনা যন্ত্র স্থাপন এবং উক্ত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে। অনুষ্ঠান কর্মসূচিগুলো হচ্ছে, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত নগর ভবন ও সাহেব বাজার বড় মসজিদ চত্বরে অতিথিদের আগমন ও আসনগ্রহণ এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীর সর্বস্তরের নাগরিকবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নগর ভবন / সাহেব বাজার বড় মসজিদ চত্বরে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।’

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ