২৩শে মে, ২০২৫ ইং, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী মহানগর বাকশিস’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

স্টাফ রিপোর্টারবাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর রাজশাহী মহানগরের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন, মহানগর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। অভিনন্দন বার্তায় বাকশিস সভাপতি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ অধ্যক্ষ নূর ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলামসহ সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো দলের রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবুর স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় মহানগর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বাকশিস-এর নতুন কমিটি মুক্তিযুদ্ধের চেনতায় ও সততার নীতিতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গত বুধবার (২২ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর রাজশাহী জেলা ও মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে রাজশাহী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূর ইসলামকে সভাপতি ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাকশিস এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ