২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে ঈদুল ফিতর উপলক্ষে টিম হিউম্যানেটিস এর উদ্যোগে খাদ্য ও বস্ত্র বিতরণ। মাদারল্যান্ড নিউজ

নিজেস্ব প্রতিবেদক: রাজশাহী তানোর উপজেলার যুবক সমাজের সংগঠন “টিম হিউম্যানেটিস” সমাজের অতি দরিদ্র মানুষের মাঝে সেমাই-চিনি, ময়দা আটা ও কিছু বস্ত্র বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন টিম হিউম্যানেটিস এর সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি সোহাগ আলি এছাড়াও ফরহাদ, সাকিব, কামরুল, মতিউর, তানিম, শোভন, সিক্ত, বাদশা, সজিব, রাজু, মেহেদী, সামান্তা, রিশা ও রাসেল।

আপনি খেয়ে ও নতুন পোষাক পরিধান করে ঈদের নামাজ পড়তে যাবেন আর পাশের বাড়ির কেউ না খেয়ে পুরাতন পোষাক পরিধান করে যাবে সেটি কোন ভাবেই কাম্য নয়। তাই গরীবের মাঝে সামান্য হাসি ফোটাতে হিউম্যানেটিস টিমের এই উদ্যোগ। তাদের এই মহৎ কাজকে সুশীল সমাজ স্বাগত জানান। তাদের এসমস্ত মহান কাজে সবসময় সকলের পাশে থাকা প্রয়োজন। তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সকলের এধরনের সামাজিক কাজ করা দরকার।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ