২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ইয়াবা সেবনকালে যুবলীগ নেতাসহ আটক ৪

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলায় ইয়াবা সেবনকালে যুবলীগ নেতাসহ চার জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের পুলিশের মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের মাইশা আক্তার মুন্নী।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, আটকরা বৃহস্পতিবার রাতে নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশ ওই ঘরে অভিযান চালিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ওই চার জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের নানা উপকরণ জব্দ করা হয়।ওসি আরও জানান, এ ঘটনায় থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। আটক চার জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ