সর্বশেষ সংবাদ
জামি রহমান,নিজস্ব প্রতিনিধি : ব্লাড ব্যাংকের রক্ত বেচা টাকায় কোটিপতি বনে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন’র বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, অধ্যাপক মোসাদ্দেক হোসন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান অর্থ-সম্পদের মালিক হয়েছেন; তার মধ্যে উল্লেখযোগ্যঃ- রাজশাহী উপ-শহর ২ নং সেক্টরে “মৌ ভিলা” নামে বিশাল বিলাস বহুল বাড়ী, উপ-শহরে অর্ধ-কোটি টাকা মুল্যের আরো একটি বাড়ী করার জমি, রাজশাহীর কাশিয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর বিভিন্ন এলাকায় জমি কেনা।তিনি দীর্ঘ দিন যাবৎ কোন রকমের বদলি ছাড়াই উপর মহলকে ম্যানেজ করে একই জায়গায় থেকে ব্লাড ব্যাংকে স্বেচ্ছা দানের রক্ত অসহায়দের বিনামুল্যে না দিয়ে প্রাইভেট ক্লিনিক সহ বিভিন্ন জায়াগায় চড়া দামে বিক্রি করে আসছেন। প্রতি ব্যাগ রক্ত প্রাইভেট ক্লিনিকে ৬০০ টাকা, মেডিকেলের পেইং বেডের জন্য ৪৫০ ও নরমাল বেডের রোগীদের কাছে ৩৫০ টাকায় বিক্রি করা হয়। এভাবে বিক্রি করার টাকা থেকে আবার হাসপাতালের বর্তমান পরিচালককে মাসিক ৩৫ হাজার টাকা দেয়া হয়।এ দিকে টেন্ডারের মাধ্যমে মালামাল কেনার ক্ষেত্রে তার পছন্দ মত কোম্পানি যারা কিনা কমিশনের টাকা বেশী দেয় তাদের কাছ থেকেই কেনা হয়। আবার আধুনিক যন্ত্রপাতি সঠিক ভাবে পরিচালনার জন্য বিদেশ থেকে দুইজন টেকনোলজিস্টকে বিদেশ থেকে ট্রেনিং করিয়ে আনা হলেও তাদের সাথে বনিবনা না হওয়ায় তাদের বদলি করে দেয়া হয়েছে।অভিযোগের ভিত্তিতে গত ৪ নভেম্বর দুদকের একটি টিম তদন্ত করে গেছেন বলে জানা যায়।এসব অভিযোগের সত্যতার বিষয়ে অধ্যাপক মোসাদ্দেক হোসেন’কে জিগ্যাসা করা হলে তিনি অস্বীকার করে বলেন, “অভিযোগ গুলো ভিত্তিহীন ও অসত্য। দুদক টিম ফিরে যাওয়ার পর প্রতি ব্যাগ ব্লাড এ ১০০ টাকা কমিয়ে দেয়া হয়েছে আর পরিচালক মহোদয়ের মাসিক ৩৫ হাজার টাকাও দেয়া বন্ধ করা হয়েছে যা রেজুলেশন অনুযায়ী-ই দেয়া হচ্ছিল। আমার সম্পত্তির বিষয়ে যে অভিযোগ তার বেশির ভাগ-ই মিথ্যা আর যেটুকু আছে তা আমার হালাল রোজগারেই, যা দুদককে অবহিত করা হয়েছে। অফিসিয়াল কাজ সম্পর্কে যে অভিযোগ তা সব-ই রেজুলেশন করা যা আমার একার সিদ্ধান্ত নয়।”
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।