১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে তথ্য মেলার উদ্বোধন

নাসির উদ্দিন রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী তথ্য মেলার উদ্বোধন করেন আরএমপির পুলিশ কমিশনার। ১৮ ডিসেম্বর ২০২৪ বিকেল ৩ টায় রাজশাহী কলেজ মাঠে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ও রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় “তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই স্লোগানে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। এ মেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত তথ্য প্রদান করা হবে। উক্ত মেলায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও এনজিও প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। তারা বিভিন্ন তথ্য সেবা সাধারণ মানুষের এর মাঝে উন্মুক্ত করা বিষয়ক নানা বিষয় তুলে ধরেন। তথ্য মেলার আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কুইজ প্রতিযোগিতা দুর্নীতি দমন ও নারী নির্যাতন জাতীয় তথ্য বাতায়ন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ