২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজপথে সক্রিয় হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট! মাদারল্যান্ড নিউজ

নিজস্ব প্রতিবেদক, (এস আর টুটুল): সরকার বিরধী কর্মসূচি নিয়ে রাজপথে নামার উদ্যেগ নিয়েছে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে নিজেদের মধ্যে দূরত্ব নিরসনের উদ্যেগ নেবেন নেতারা। তারা জনগনকে দেখাবেন জোটের ঐক্য সুসংহত আছে। এর অংশ হিসেবে আগামী ১০ জুন আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসজেন ঐক্যফ্রন্ট্রের শীর্ষ নেতারা। বৈঠকটি হবে জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল~ জেএসডি সভাপতি আসম আবদুর রবের উত্তরার বাড়িতে।

এদিকে আজ সন্ধায় ঐক্যফ্রন্টর শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিল কার্যালয়ে জোটের শরিক নেতারা একদফা বসবেন। আর এটাকে অনানুষ্ঠানিক বৈঠক বলে দাবি করছে জোট। জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সম্পৃক্ত একাধীক নেতা জানিয়েছেন. এই বৈঠকে নির্বাচন- পরবর্তী সময়ে জোটের শরিকদের মধ্যে নানা ইস্যুতে সৃষ্ট সংকট. দূরত্ব ও ভুল বোঝাবোঝি দূর করার উদ্যেগ নেয়া হবে। আলোচনা হতে পারে নতুন কর্মসূচি নিয়েও। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের আগে বেশ ঢাকঢোল পিটিয়ে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। একসঙ্গে আন্দোলন. নির্বাচন  ও সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নামে জোটটি, আটটি আসনে জয়লাভ করে। ঐ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া ঐক্যফ্রন্টের সদস্যদের মধ্যে বিএনপি মহাসচিব ছাড়া একে একে সবাই শপথ নেন।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ