সর্বশেষ সংবাদ
জামি রহমান: রাজশাহী নগরীতে শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্পায়নের লক্ষ্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন কর্তৃক গৃহীত বিসিক-২ এর কার্যক্রম দ্রুত সম্পন্ন, চামড়া শিল্প পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, হরিয়ান স্টেশন সংলগ্ন এলাকায় কন্টেইনার টার্মিনাল নির্মাণ, রাজশাহী কলকাতা বিমান ও রেল যোগাযোগ স্থাপন, শাহ মখদুম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের উন্নীতকরণ, পদ্মা নদী ও আশেপাশে নদী-খাল খনন, সোনা মসজিদ স্থল বন্দরকে আধুনিকায়ন, বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও নভোথিয়েটার নির্মাণ, রাজশাহী-আব্দুলপুর রেল লাইন ডাবল লাইনে উন্নীতকরণ, জুটমিল ও রেশম শিল্পের আধুনিকায়নসহ বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা হয়।
সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন হয়নি। কর্মসংস্থানের জন্য শিল্পায়নের বিকল্প নেই। এজন্য শিল্পায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন।
মেয়র আরো বলেন, রাজশাহী থেকে ভারতে নৌপথে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছেই পদ্মা নদীতে ড্রেজিং কাজ শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পদ্মা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ গড়ে তুলতে পারা গেলে রাজশাহী অর্থনীতি গতিশীল হবে। মেয়র আরো বলেন, সকলের সহযোগিতাই রাজশাহীকে এগিয়ে নিতে হবে।
সভায় বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু ও নাসিমুল গনি খান টোটন, মাননীয় মেয়র‘র একান্ত সচিব মোঃ আলমগীর কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক হলেন ফরিদ উদ্দিন, শাহাদৎ হোসেন বাবু, তানজিলুর রহমান, তৌরিদ আল মাসুদ, সাদরুল ইসলাম, ড. ফয়সাল কবির চৌধুরী, শেখ রেজাউর রহমান দুলাল, রিয়াজ আহমেদ খান, এ বি এম হাবিবুল্লাহ ডলার, বজলুর রহমান, হারুন-উর-রশীদ, আবদুল গাফফার, সুলতান মাহমুদ সুমন, মাসুম সরকার, আসাদুজ্জামান রবি, মুনজুর রহমান পিটার ও এস এম আইয়ুব।
আলোচনা সভা শেষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত পেপার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।