২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে পাওনা টাকা চাওয়ায় হামলার শিকার। মাদারল্যান্ড নিউজ

তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে পাওনা টাকা চাওয়ার অপরাধে সন্ত্রাসী কায়দায় এক ব্যবসায়ীকে মারপিট করে গুর“ত্বর জখম করা হয়েছে। চলতি বছরের ১১ জুন মঙ্গলবার তানোরের কলমা ইউপির দরগাডাঙ্গা হাটে এই ঘটনা ঘটেছে। তানোরের কলমা ইউপির শালবাড়ী গ্রামের আলতাব চৌধূরীর পুত্র কাজল চৌধূরী, হাজী কমল । স্থানীয়রা জানায়, পাওনা টাকা চাওয়াতে হাজী কমল, কাজল ও সাজ্জাদ আলী দেশীয় অস্ত্রে সজ্জিদ হয়ে মেসার্স শাহ্ খুশী ও তার সহযোগীদের ওপর চড়াও ও মুঘল সম্রাটের ওপর হামলা চালালে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওদিকে খবর পেয়ে রিজার্ভ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দাদন ব্যবসায়ী কমল এর আগে সিমেন্ট বাকি নিয়ে মুকুল মেম্বারের ৬ লাখ টাকা আত্নসাৎ করেছে, এছাড়াও তার কাছ থেকে নগদ টাকায় সার চাইলেও কমল সার দিতে রাজি হয়না বাকিতে বেশি টাকায় সার বিক্রয় কর। পাওনা টাকা চাওয়ায় কথা কাটাকাটি এক পর্যায়ে  মুগল সম্রাটের ওপর কমল ও কাজল অতর্কিত হামলা চালালে সম্রাটের লোকজন,  চন্দনকৌঠা গ্রামবাসী, স্হানীয় ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে হাজী কমল চৌধূরীসহ তার সাঙ্গপাঙ্গদের ধাওয়া দিলে তারা দোকানের ভিতরে আশ্রয় নেয়। এ সময় দরগাডাঙ্গা হাটে শত শত মানুষ বিক্ষুব্ধ হয়ে কমলের ওপর চড়াও হয়ে তার দোকানে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় কমলকে উদ্ধার করা তাকে সরিয়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, হাজী কমল একটা টাউট ব্যবসায়ী । তার বিরুদ্ধে এ রকম অসংখ্য অভিযোগ রয়েছে। অন্যদিকে এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতার রোষাণলে পড়ার ভয়ে কমল-কাজল ও সাজ্জাদ আলী এলাকা ছেড়ে আত্নগোপণ করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এবিষয়ে জানতে চাইলে হাজী কমল চৌধূরী অভিযোগ অস্বীকার করে বলেন, যা হবার হয়েছে এসব নিয়ে খবর প্রকাশ না করায় ভাল। এব্যাপারে মুগল সম্রাট বলেন, তার ওপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে তিনি সেটার নায্য বিচার চান।

প্রকাশিত : মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ