২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

এসএসসি পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থী ৫৫ জন  রাজশাহী শিক্ষাবোর্ডে

নিজস্ব প্রতিনিধি:  রাজশাহী শিক্ষাবোর্ডে অধিনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় ৫৫ প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া দু’জন হাজতিও রয়েছে। হাজতি দু’জন পাবনা জেলার। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন,  রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম । তিনি বলেন, এসএসসি পরীক্ষায় দুই ধরনের প্রতিবন্ধী অংশ নিচ্ছে। এর মধ্যে শ্রুতি লেখন প্রতিন্ধীরা অতিরিক্ত ২০ মিনিট ও প্রতিবন্ধী কিন্তু নিজে লেখে পরীক্ষা দেবে তারা পাবে অতিরিক্ত ৩০ মিনিট।  তিনি আরো বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়েই পরীক্ষা শুরু হবে। প্রসঙ্গত, রাজশাহী শিক্ষাবোর্ডে অধিনে অনুষ্ঠিত এবছরের (২০২০) সালের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ