২২শে মে, ২০২৫ ইং, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ১০ নেতা আটক .মাদারল্যান্ড নিউজ

জামি রহমান ,নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে নিজেদের পরিচালনায় একটি স্কুলে গোপন বৈঠক চলার সময় জামায়াতের ১০ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার নগরীর সাহেববাজার এলাকায় মসজিদ মিশন স্কুল থেকে গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াত নেতাদের গোপন মিটিং চলছে এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের মসজিদ মিশন এ্যাকাডেমিতে দুপুর সাড়ে ৩টার দিকে আভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তারা সেখানে গোপন বৈঠক করা ১০ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেন। তাদেরকে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা গেছে, যুদ্ধাপরাধী টিপু রাজাকারের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। তারা এজাহারভুক্ত পলাতক আসামী। তাদের বিরুদ্ধে নাশকতার মামালা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ