সর্বশেষ সংবাদ
রাবি প্রতিনিধি: ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টায় ‘সন্ত্রাস ও নিপীড়ন বিরোধী ঐক্য’র ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘একজন শিক্ষার্থীর নিরাপদ জায়গা হলো তার বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থীদের গবেষণা, জ্ঞান, চিন্তা-চেতনা, স্বাধীনভাবে কথা বলার জায়গা। যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন সেটা আর বিশ্ববিদ্যালয় থাকে না।’
নকীব আরও বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াতে কোন রাজনৈতিক পরিচয় লাগে না। একজন মানুষের ভিতরে মানবিকতা, শিক্ষার প্রকৃত জ্ঞান যদি থাকে তাহলে উচিত সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। রাজনৈতিক মতবাদ যা হোক তাতে কিছু যায় আসে না।’এরআগে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ সংহতি প্রকাশ করে বলেন, ‘বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়ের রাজত্ব তৈরি হয়েছে। শিক্ষার্থীদের মাঝে এখন বিরাজ করছে আতঙ্ক। দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। বিগত এক বছরের সন্ত্রাসী কর্মকা-ের যদি বিচার হতো তাহলে অপ্রীতিকর ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতো না। ঢাবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর হলেও তারা ব্যর্থ হয়েছে। আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে পদত্যাগ করুন। নির্লজ্জের মতো দালালী করবেন না।’
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহব্বত হোসেন মিলন, আবদুল মজিদ অন্তর, মাজহারুল ইসলাম ও রিদম শাহরিয়ার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।