১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে আওয়ামী লীগ নেতার মটারে শ্রমিকের মৃত্যু


তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজমাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বির্তকিত নেতা আবু সাইদের অবৈধ সেচ মটারের বোরিং করতে গিয়ে মাথায় লোহার পাইপ পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সাইদুর রহমান (৪৫) তিনি তিন সন্তানের জনক ও অমৃতপুর গ্রামের মৃত ছবের আলীর পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।অন্যদিকে ঘটনার পর পরই আওয়ামী লীগ নেতা আবু সাইদ ও তার পুত্র মুঠোফোন বন্ধ করে পালিয়েছে।
জানা গেছে,উপজেলার কলমা ইউপির মালবান্ধা বাঘপুকুর মাঠে আবু সাইদের গরুর খামার ও সেচ মটার রয়েছে। কিন্ত্ত সেই মটারের পাশে আরেকটা অবৈধ মটার স্থাপন শুরু করে।গত ১৯ জানুয়ারী রোববার সকালে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বোরিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। শ্রমিকেরা নিরাপত্তা ব্যবস্থা করতে চাইলেই সাইদ করতে দেয়নি।একপর্যায়ে সাইদের পুত্রের হাত ফসকে উপর থেকে লোহার বড় পাইপ পড়ে শ্রমিক সাইদুরের মাথায়। পাইপের আঘাতে সাইদুরের দুকান দিয়ে মগজ বেরিয়ে যায়। এ সময় সহযোগী শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাইদুরের এই মৃত্যুর দায় আবু সাইদ ও তার পুত্র এড়াতে পারে না।
তার মৃত্যুর পর পরই সাইদ ও তার পুত্র এলাকা ছেড়ে পালিয়েছে।

একাধিক গ্রামবাসী বলেন,তারা সাইদুর হত্যার বিচার চান এবং মামলা করতে চেয়েছিলেন।কিন্ত্ত সাইদ টাকা-পয়সা দিয়ে সকলকে ম্যানেজ করেছেন। তারা বলেন, সাইদের যদি দোষ না থাকে তবে তারা বাপ-বেটা এলাকা ছেড়ে পালালো কেনো। তারা সাইদকে আটক ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

এবিষয়ে জানতে সাইদ চেম্বারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন, কোন অভিযোগ পাওয়া যায় নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

প্রকাশিত: মাহবুব জুয়েল।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ