২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আগুন

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। বুধবার রাত ১০টা ৫৪ মি‌নি‌টে মন্ত্রণাল‌য়ের বা‌জেট শাখার ক‌ম্পিউটার রু‌মে আগুন লা‌গে। বিষয়‌টি মানবজ‌মিন‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন ফায়ার সা‌র্ভি‌স সদর দপ্ত‌রের ডিউটি অ‌ফিসার কামরুল হাসান। ‌তি‌নি জানান, আগু‌নের খবরে ফায়ার সা‌র্ভি‌সের দু‌টি ইউ‌নিট ঘটনাস্থ‌লে যায়। রাত ১১টা ৩৫ মি‌নি‌টে আগুন নিয়ন্ত্র‌ণে আনা হয়। কামরুল হাস‌ান আরো জানান, কি প‌রিমাণ ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে তা তাৎক্ষ‌ণিকভা‌বে বলা যা‌চ্ছে না।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ