২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি:

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় শিফটের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। অতিরিক্ত শিফটের ন্যায্য সুবিধা না পাওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষকদের কর্মবিরতি চলছে। এ কর্মসূচিতে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলছলে। জানা গেছে, কারিগরি শিক্ষায় বিদ্যমান দ্বিতীয় শিফটের জন্য বেতনের ৫০ শতাংশ দেয়া হলেও বর্তমানে তা কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। গত ১৯ মাস ধরে ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ কারণে নতুন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও বলা হয়েছে, এ দাবিতে কয়েক দফায় আন্দোলন করেন শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ কারণে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন সেমিস্টারের নতুন ক্লাস থেকে ২য় শিফটের সকল কার্যক্রম থেকে বিরতি থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়া নিয়োগবিধি মোতাবেক কারিগরি শিক্ষা অধিদফতর ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন পদগুলো কারিগরি কর্মকর্তা দ্বারা পূরণের জোর দাবি জানানো হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ