২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত হল শ্রমিক দিবস। মাদারল‍্যান্ড নিউজ

সোহেল রানা (ভ্রাম্যমাণ প্রতিনিধি):  আজ ১লা মে ২০১৯ বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী তানোরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও তানোর থানা যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ (ময়না)

প্রথমে ইমারত ও পরিবহন শ্রমিকদের নিয়ে সকল ১০ ঘটিকায় উপজেলা চত্বর থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী। পরে উপজেলা পরিষদ ও মুন্ডুমালায় বিভিন্ন শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়না চেয়ারম্যান বলেন, শ্রমিক সংগঠন একটি শক্তিশালি সংগঠন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের শ্রমিক সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সব ধরনের সহযোগিতা করবো। আপনাদের জন্য আমার উপজেলা পরিষদের দরজা সবসময় খোলা থাকবে, কারা আমাকে ভোট দিয়েছেন সেটা বড় কথা নয়, আমি মনে করি আপনারা সবাই আমাকে ভোট দিয়েছেন। তাই যেকোন কাজে আমি আপনাদের পাশে থাকবো। তানোর থানার সকল শ্রেনীর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন, তানোর উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু বাক্কার,
ও তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর যুুুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো,সাবেক বাধাইড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, শফিকুল সরকার, সহ নানা পেশাজীবী মানষ।

প্রকাশিত: মাহবুব আলম জুয়েল(সম্পাদক)

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ