২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আবারো নৌকার মাঝি রাজশাহীর আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী

মোঃ জাহিদ হাসান:: রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে তানোর-গোদাগাড়ী (রাজশাহী-১) আসনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো নৌকা প্রতীক দেওয়াই রাজশাহী বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে হাজারো জনতার ঢল ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।
রোববার (২৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি আনুষ্ঠানিকভাবে দেয়া শুরু হয়েছে।

সকাল থেকেই দলীয় কার্যালয়ে মনোনয়প্রত্যাশী ও তাদের কর্মী সমর্থকদের ভিড় দেখা গেছে। তারা আগেই আভাস পেয়েছিলেন যে আজ চূড়ান্ত মনোনয়নের টিকিট তুলে দেয়া হবে। মনোনয়নের চিঠি নিয়ে বেরিয়ে এসে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের কর্মী সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, বিশ্বাস ছিলো দলীয় প্রধান আস্থা রাখবেন আমার ওপর। তিনি সেই আস্থা রাখাতে আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি তার আস্থার সর্বোচ্চ প্রতিদান দেবো। বাকী যারা মনোনয়ন তুলেছিলো তাদের সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী বৈতরণী পার করবো আমরা।

প্রকাশিত: মাদারল‍্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ