সর্বশেষ সংবাদ
বিশেষ প্রতিনিধি (তানোর রাজশাহী) :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ডিএডি মোঃ আব্দুস সোবহানের নেতৃত্বে ১৭ জুন ২০১৯ ইং তারিখ রাত্রি ২ ঘটিকার দিকে রাজশাহী জেলার তানোর থানাধীন বুরুজঘাট কাচারিপাড়া গ্রামস্থ মোঃ কাইয়ুম আলী মিঞার বাড়িতে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ কাইয়ুম আলী মিঞা (৫১), পিতা- মৃত: রোস্তম আলী মিঞা, সাং- বুরুজঘাট কাচারিপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীকে জব্দ তালিকা মোতাবেক (১) সাদা কসটেপ দ্বারা মোড়ানো ৭ (সাত) টি প্যাকেট যার মধ্যে ৬ (ছয়) টি সাদা কসটেপ দ্বারা মোড়ানো প্রত্যেক প্যাকেটের মধ্যে তিনটি করে মোট ১৮ (আঠার) টি সাদা পলিপ্যাক এবং অপর ১ টি প্যাকেটের ভিতর ৪ (চার) টি সাদা পলিপ্যাকসহ সর্বমোট ২২ (বাইশ) টি সাদা পলিপ্যাকে রক্ষিত বাদামী রংয়ের কথিত হিরোইন মাদকদ্রব্য যার ওজন ২ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ২,৩০,০০০০০/- (দুই কটি ত্রিশ লক্ষ) টাকা ও নগদ ১২৯০০/- (বার হাজার নয় শত) টাকাসহ গ্রেফতার করা হয়, বর্তমানে আসামীকে তানোর থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৫ এর এক কর্মকর্তা বলেন, আমরা টহল ডিউটিতে তানোর থানাধীন কালীগঞ্জ বাজারে অবস্থানকালে আমাদের ডিএডি মোঃ আব্দুস সোবহান সাহেব গোপন সংবাদ পান যে তানোর থানাধীন বুরুজ গ্রামের মোঃ কাইয়ুমের বাসায় বিক্রয়ের উদ্দ্যশে বিপুল পরিমাণ হিরোইন মজুদ রাখা আছে। পরে আমরা বিষয়টি আমাদের উর্ধতন অফিসারকে জানায় এবং ঘটনা স্থলে গিয়ে কাইয়ুমের বাসা ঘেরাও করে মাদকদ্রব্যসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করি। আমরা ধারনা করছি যে, এই মাদকের সাথে আরো একাধিক অঙ্গাতনামা আসামি জড়িত থাকতে পারে। আমরা আমাদের তদন্ত চালিয়ে যাব। আমরা মাদক নির্মূলে র্যাব-৫ এর পক্ষ থেকে প্রকাশ্যে ও গোপনে গোয়েন্দা নজরদারি অব্যহত রেখেছি, মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড় নেই।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে তানোর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) টেবিলের ৮(গ)/৪১ ধারায় মামলা রজু করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ১৮ জুন ২০১৯ ইং আসামীকে কোর্টে প্রেরণ করা হবে।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।