১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী তানোরে পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে মামলা

মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার দায়ে রাজশাহীর তানোরে জামাল উদ্দীন (৩১) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ জামালকে গ্রেপ্তার করতে পারেনি। তানোর পৌর এলাকার তানোর মোল্লপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বুধবার গ্রামবাসীর পক্ষে তানোর মোল্লাপাড়া এলাকার মোসলেমুদ্দীন বাদি হয়ে ওই এলাকার মৃত সাহেব জানের ছেলে জামালকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, বাড়িতে পারিবারিক কলহের জের ধরে জামাল ও তার মা ছাহেরা বেওয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামালের মা ঘর থেকে কোরান শরীফ হাতে নিয়ে ছেলেকে সত্য কথা বলতে বলে। জামাল কোরান শরীফ হাতে নিয়ে মাটিতে ফেলে দিয়ে রাগের বসে কোরান শরীফ এর উপর পা দিয়ে ডলাডলি করে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ