২১শে মে, ২০২৫ ইং, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক

জামি রহমান নিজস্ব প্রতিনিধি: রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন (লোকো) বিকল হয়ে রেলযোগাযোগ বন্ধ হওয়ার আড়াই ঘণ্টা পর ফের রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জামতৈল স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগিগুলোকে ঠেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের তিন নম্বর লাইনে রাখা হয়। এরপর সকাল ১১টার দিকে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে। রিলিফ ট্রেনটি আসার পর বিকল হওয়া ইঞ্জিনটি কারখানায় নিয়ে যাওয়া হবে।
আজ সকাল ৯টার কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে এ রুটে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ