২১শে মে, ২০২৫ ইং, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী নগরীতে অস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার-১

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: রাজশাহী নগরীতে পিস্তল ও হেরোইনসহ মোঃ মিঠুন (২৯) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তাকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া মোড় থেকে আটক করে গোয়েন্দা শাখা’র এসআই মাঃ আঃ সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স।
এ সময় তার নিকট থেকে ১-টি বিদেশী পিস্তল, ১-টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।আটককৃত মোঃ মিঠুন নগরীর কাশিয়াডাঙ্গা থানাধিন গুড়িপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
এসআই মোঃ আঃ সেলিম মিয়া জানান, আটককৃত মোঃ মিঠুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে ।শনিবার দুপুর ১২টার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেজল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানা ওই এসআই।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ