১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

সাংবাদিকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে দিলেন ভ্যানচালক।

মাহবুব আলম জুয়েল (সম্পাদক):
মানব জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত মূলক সততার প্রমাণ দিলেন এক ভ্যানচালক। যেহেতু মানিব্যাগে টাকা ছিল তাই সেটি আর ফিরে পাওয়া যাবে না এ ধরনের চিন্তাই আমি করেছিলাম। কিন্তু মোটরসাইকেলে করে তানোর থেকে স্বপ্নপল্লী হপানিয়া যাওয়ার পথে রাস্তায় পকেটে থেকে পড়ে হারিয়ে যাওয়া মানিব্যাগ ফোন করে ফিরিয়ে দিলেন এক ভ্যানচালক। নাম তার মনিরুল ইসলাম (২৩)। বাবার নাম আনারুল হক। মাতা মনোয়ারা বেগম। রাজশাহী জেলার তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড হাপানিয়া মহিশ পুকুর গ্রামে স্ত্রী, বাবা,মা,এক বোন ও এক মায়াকে নিয়ে একই পরিবারে তাদের বসবাস। বর্তমান যুগে এ ধরনের নীতিবান ব্যক্তি খুঁজে পাওয়া বড়ই কঠিন। মনিরুলের সততা দেখা আমি মুগ্ধ। পরকালের চিন্তা করে সমাজের সকলের এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমি মহান আল্লাহর দরবারে মনিরুল ও তার পরিবারের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক।
০১৭১১-২৭০৪৩৩, ০১৫১১২৭০৪৩৩

সাংবাদিক মাহবুব জুয়েল ও মনিরুল।
Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ