সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ জমি বা গাড়ি কিনলে লাভবান হবেন। আর্থিক বিষয়ে আত্মীয়দের সাহায্য লাভের যোগ আছে। কর্মস্থলে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনও সমস্যার অপ্রত্যাশিত সমাধান হতে পারে। আত্মীয়-স্বজনের আগমনের যোগ।শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বিদেশ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। ছোট ভাই বোনের জীবনে কোনও পরিবর্তন আসতে পারে। অবিবাহিত ভাই বোনের বিয়ের কথা এগোবে। প্রকাশক ও মূদ্রণ ব্যবসায়, অনলাইন বা বিকাশ ব্যবসায় ভালো আয় রোজগার হবে।শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
মিথুন (২২ মে – ২১ জুন): মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ প্রবল। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। আজ হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। বিদেশ থেকে কিছু টাকা আসতে পারে।শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ২
কর্কট (২২ জুন – ২২ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির সুযোগ আসবে। কোনও প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যে অংশীদারের সাহায্য লাভ। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। তবে জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য কিছুটা অসুস্থ থাকবে।শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। বিদেশ থেকে কোনও আত্মীয়র দেশে আগমনের যোগ। চাকরিসংক্রান্ত কারণে দূরে কোথাও যাওয়ার সুযোগ আসবে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় আশানুরুপ আয় করতে পারবেন। প্রবাসীদের কর্মস্থলে কোনও অগ্রগতি হবে।শুভ রং: আকাশী, শুভ সংখ্যা: ৩
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি বন্ধুদের সাহায্য লাভের। ব্যবসায়ীক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। প্রভাবশালী বন্ধুর সাহায্যে আবাসন সংক্রান্ত কোনো জটিলতার অবশান হবে। হারিয়ে যাওয়া দ্রব্য পুণ:রুদ্ধার হতে পারে। বড় ভাই বোনের বিদেশ যাত্রার যোগ প্রবল। চাকরিজীবীদের বেতন বোনাস লাভের সুযোগ আসতে পারে।শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): তুলার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার অগ্রগতিকে কেউ আটকে রাখতে পারবে না। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশাতিত সাফল্য আসতে পারে। তদবির বাণিজ্যে কোনো প্রকার বাধা আপনাকে দমাতে পারবে না। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সম্মানিত হওয়ার যোগ প্রবল।শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বৈদেশিক কাজে সাফল্য আশা করা যায়। বেকারদের চাকরি সূত্রে দূরবর্তী স্থানে যেতে হবে। ব্যবসায়ীক কাজে বিদেশ যাত্রার যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অগ্রগতি হবে। বিজ্ঞাণ ও প্রযুক্তির শিক্ষার্থীরা কোনো ভালো বৃত্তির সুযোগ পেতে পারেন।শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। আজ শেয়ার ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। বুঝে শুনে শেয়ার ক্রয় করতে পারলে ঈদের আগেই ভালো আয় করতে পারবেন। ব্যাংক ঋণ পাশ হওয়ার সম্ভাবনা। পাওনাদারের টাকা শোধ করতে পারবেন। কোন বন্ধু বা আত্মীয়কে দেখতে হাসপাতাল যেতে হতে পারে।শুভ রং: লাল, হলুদ ও আকাশী, শুভ সংখ্যা: ৫
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার। আজ অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। ব্যবসায়ীদের ব্যবসায়ীক মন্দা কেটে যাবে। জীবন সাথীর মন মেজাজ ভালো থাকাতে গৃহ শান্তি ফিরে পাবেন। অংশিদারী চুক্তি বা কোনো অংশিদার গ্রহণের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। সূত্র:কলকাতা ২৪x৭শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৫
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীর সাহায্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। সরকারি চাকুরেদের নুতন দায়িত্ব লাভের যোগ প্রবল। গোপন ও প্রকাশ্য শত্রুতাকে মোকাবেলা করতে পারবেন। মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।