১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

হাইকোর্টে- ৭১১টি মৃত্যুদন্ড অনুমোদনের মামলা! মাদারল্যান্ড নিউজ

নিজস্ব প্রতিবেদক, (এস আর টুটুল) :
উচ্চ আদালতে মৃত্যুদন্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) মামলার সংখ্যা বাড়ছে। প্রতি বছর যত সংখ্যক ডেথ রেফারেন্স মামলা হাইকোর্টে আসছে তার অর্ধেকও নিস্পত্তি হচ্ছে না। এ কারনে প্রতি বছরই বাড়ছে মামলার সংখ্যা। হাইকোর্ট বিভাগে ৭১১টি ডেথ রেফারেন্স মামলা বিচারাধীন। যা গত ১৫ ফছরের মধ্যে সর্বোচ্চ। ডেথ রেফারেন্সের বিপরীতে ফাঁশির দন্ডপ্রাপ্ত আসামিদের নিয়মিত জেল আপিলও রয়েছে। মামলার নিস্পত্তি না হওয়ায় কনডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন- ১৫৭৬ জন কয়েদি। আইনঞ্জরা বলছেন, এত বিপুল সংখ্যক ডেথ রেফারেন্স মামলা আটকে থাকা খুবই উদ্বেগজনক।
পরিসংখ্যান বলছে, গত ২ বছরে যত সংখ্যক মামলা নিস্পত্তি হয়েছে. তার দ্বিগুণেরও বেশি দায়ের করা হয়েছে। এ কারণে নিস্পত্তি হতে দীর্ঘ সময় লাগছে। এতে একদিকে যেমন দোষী ব্যক্তির শাস্তি বিলম্বিত হচ্ছে, তেমনি নির্দোষ ব্যক্তিও দীর্ঘদিন ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, ২০১০ সালে ডেথ রেফারেন্স মামলা ছিল- ৫৮৫টি, এর মধ্যে মাত্র ৪৩টি নিস্পত্তি হয়েছে। বিচারাধীন রয়েছে ৫৪২টি।~>২) ২০১১ সালে মামলার সংখ্যা বেড়ে দাঁড়ায়- ৬০৯টিতে। নিস্পত্তি হয় ৭৪টি।
২০১২ সালে মামলা ছিল ৫৯৫টি. নিস্পত্তি হয় ১৪৫টি।
২০১৩ সালে ছিল ৫১৩টি, নিস্পত্তি হয় ১১১টি।
২০১৪ সালে ছিল ৪৯৮টি, নিস্পত্তি হয় ১৩৫টি।
২০১৫ সালে ছিল ৪৭৭টি, নিস্পত্তি হয় মাত্র ৫৮টি।
২০১৬ সালে ছিল ৫৮০টি, নিস্পত্তি হয় মাত্র ৪৫টি।
২০১৭ সালে ছিল ৭০৬টি, নিস্পত্তি হয় মাত্র ৬৬টি।
গত বছর ২০১৮ সালে মামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭১১টিতে, নিস্পত্তি হয় মাত্র ৮৩টি।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ বলেছেন, এসব মামলা নিস্পত্তির জন্য দূত পেপারবুক তৈরির ওপর জোর দিতে হবে। তিনি বলেন. ডেথ রেফারেন্স মামলা নিস্পত্তি করতে হলে কোনো রকম মুলতবি না দিয়ে শুনানি অব্যাহত রাখতে হবে। বেঞ্চ বাড়ানোর পাশাপশি বিচারক নিয়োগেরও প্রয়োজন রয়েছে। বিচারিক আদালত কোনো আসামিকে মৃত্যুদন্ডের সাজা দিলে সেটি কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে। এটিই হল ডেথ রেফারেন্স। বিভিন্ন জেলা থেকে ডেথ রেফারেন্স মামলা হাইকোর্টে প্রতিনিয়ত জমা হচ্ছে। গত দূই বছরে কয়েকটি চাঞ্চল্যকর মামলার ডেথ রেফারেন্স নিস্পত্তি হলেও সাধারণ মামলার ডেথ রেফারেন্স নিস্পত্তির হার ছিল খুবই কম,~>বর্তমানে হাইকোর্টে চাঞ্চল্যকর কয়েকটি কয়েকটি মৃত্যুদন্ড অনুমোদনের মামলা শুনানীর অপেক্ষায় রয়েছে।
(৫ বছর আগে আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় বিচারিক আদালত ১৪ জনকে মৃত্যুদন্ড দেন। এ মামলায় মৃত্যুদন্ড অনুমোদনের জন্য প্রধান বিচারপতি সম্প্রতি বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের বেঞ্চে শুনানীর জন্য পাঠিয়েছেন। ওই বেঞ্চে আলোচিত রমনা বটমূলে বোমা হামলা ঘটনার ডেথ রেফারেন্সও শুনানীর অপেক্ষায় রয়েছে)।
বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যার্টর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান রুবেল বলেন, রমনা বটমূলে বোমা হামলা ঘটনার ডেথ রেফারেন্স মামলাটি শুনানীর জন্য অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়াও প্রধান বিচারপতি এ কোর্টে দশ ট্রাক অস্ত্র মামলাটির মৃত্যুদন্ড অনুমোদনের জন্য পাঠিয়েছেন। ঈদের ছুটির পর হয়তো শুনানীর জন্য তালিকায় আশতে পারে। তিনি বলেন, হাইকোর্টে বর্তমানে তিনটি বেঞ্চে ২০১৪ সালের আসা ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানী চলছে। তবে প্রধান বিচারপতি ইচ্ছে করলে যে কোনো সময়ের ডেথ রেফারেন্স শুনানীর অনুমতি দিতে পারেন।
প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ