২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন” মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিভাগীয় জেলা শহরের কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় ১১ই ডিসেম্বর ২০১৯ইং বুধবার একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনটি লাগার সঠিক সময় নিশ্চিত হওয়া যায়নি এখনোও, ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে এ পর্যন্ত মোট ০৬ (ছয়) জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু নিশ্চিত হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া তথ্যটি সাংবাদিকদের জানান।

ধরণা করা হচ্ছে ১১ই ডিসেম্বর ২০১৯ইং বুধবার বিকেলের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনঅবদি মোট ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। অগ্নি দগ্ধ আরও ২৯ জনে’রও বেশি কারখানার কর্মীদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে’র বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রাখা হয়েছে। তবে এখনো এ অগ্নিকান্ডের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য কারো নিকট হতে জানা যায়নি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ