২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে আটক ১

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট ও জন্ম সনদ তৈরি করে দেওয়ার অভিযোগে রাজধানীর বাসাবো এলাকা থেকে একজনকে আটক করেছে র‍্যাব। তাঁর নাম আতিকুর রহমান। তিনি আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক। গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাব-২-এর একটি টিম বাসাবোতে তাঁর বাসায় অভিযান চালায়।
র‍্যাব-২-এর কম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, আটক আতিকুর রহমান আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নামের প্রতিষ্ঠানটির মালিক। তিনি রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানিয়ে’ পাসপোর্ট করে দিতেন। আটকের সময় তাঁর বাসা থেকে বেশ কিছু পাসপোর্ট পাওয়া গেছে।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুলের বিপুল পরিমাণ অর্থ-সম্পদের তথ্য পাওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ায় একটি ব্যাংকে তাঁর সাড়ে চার লাখ ডলার, সিঙ্গাপুরে ৬০ হাজার ডলার, দেশে ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার এফডিআর, অস্ট্রেলিয়ায় বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। গতকালও তাঁর ৭০ লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ