১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

মাদক গতিশীল জীবনকে অন্ধকারে ঠেলে দেয়! মাদারল‍্যান্ড নিউজ

মাদারল‍্যান্ড ডেস্ক: শান্তির কথা বলি, শান্তির পথে চলি, অন‍্যায় হলে বারুদের মতো জ্বলি। মাদক শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতিকর প্রভাব ফেলে। বর্তমানে গতিশীল জীবনকে থামিয়ে দেওয়ার মূল কারণ হল মাদক। অনেকে জেনে আবার অনেকে না বুঝতে পেরে মাদকে আসক্ত হয়ে পড়ে। ফলে পরবর্তীতে তা থেকে ফিরে আসতে অনেক কষ্ট স্বীকার করতে হয়। তাই যারা মাদক সেবন করে না তারা যেন কখনোই মাদক সেবন না করে আর যারা সেবন করে তারা যেন সামনে রমজানে মাদক ব্যবসা ও সেবন করা ছেড়ে দেয়। এটাই হোক সকলের মনের কথা ও প্রতিশ্রুতি। কেউ যদি নিজের মন থেকে মাদক ছেড়ে না দেয় তাহলে কেউ জোর করে তা ছাড়াতে পারবেনা। সমস্যা হলে প্রয়োজনে চিকিৎসক এর পরামর্শ নিতে হবে। তানাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার ও প্রশাসন। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে সুশীল সমাজের মূল ধারার সাংবাদিক।

বর্তমানে সবচেয়ে ক্ষতিকর মাদক হলো হিরোইন, ফেনসিডিল ও ইয়াবা।

মাহবুব আলম জুয়েল।
সম্পাদক মাদারল‍্যান্ড নিউজ,
প্রতিনিধি চ‍্যানেল এস,
সভাপতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, তানোর উপজেলা শাখা, রাজশাহী।
০১৭১১-২৭০৪৩৩
০১৫১১-২৭০৪৩৩

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ