২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে কবরস্থানের জায়গা জোরপূর্বক দখলে মানববন্ধন করলেন এলাকাবাসী: মাদারল্যান্ড নিউজ

সোহেল রানা : রাজশাহী তানোর উপজেলার ডাঙ্গা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি ও শিক্ষকগণ এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

উল্লেখ্য যে ডাঙ্গা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে কবর স্থানের জায়গার উপর নতুন ভবণ রাতারাতি করায়, এলাকাবাসীর ক্ষিপ্ত হয়ে। মানববন্ধন করেছে কারণ এ বিষয়ে থানায় অভিযোগ করলেও কোনো সমাধান হয়নি । এখন তারা রাস্তায় মানববন্ধন করছেন।
এলাকাবাসী সাংবাদ কর্মীদের কে জানাই যে এই বিষয়ে তানোর থানা ও উপজেলা তে অভিযোগ করেও সমাধান হয়নি সমাধান না করে তারা জোরপূর্বক ভাবে রাতারাতি বিল্ডিং এর কাজ করছে।
এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ মনজুর রহমান বলেন মহামান্য আদালতের নির্দেশনায় এই জায়গার উপর ১৪৪ জারি করা আছে ।তারপরও তারা মীমাংসা না করে কিভাবে রাতারাতি ভবন এর কাজ করতে পারে।
উল্লেখ্য যে কবরস্থানের জাহাজ জে এল নম্বর ৭২খতিয়ান নাম্বার ৮৩ দাগ নম্বর ২৭৪ জমির পরিমাণ ১ একর ৪৩ শতক । এলাকাবাসী জেলা প্রশাসন ,স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি কাছে সুষ্ঠু সমাধানের জন্য জোর দাবি জানায় তা না হলে ।
যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
এ বিষয়ে স্কুল কমিটির সভাপতি মোঃ কবির হোসেন সাংবাদিকদের বলেন এটা সরকারি প্রতিষ্ঠান এখানে ভবন নির্মাণ হবে আপনাদের যা করণীয় তা আপনারা করেন।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ