সর্বশেষ সংবাদ
এস আর টুটুল, (নিজেস্ব প্রতিনিধি): মাদক অভিযানের ১ বছর!বন্দুকযুদ্ধে নিহত ৩২৯!গ্রেপ্তার দেড় লাখের বেশি, আত্মসমর্পণ ১০২ জনের পাল্টেছে ব্যবসার কৌশল।~~~~~~>>মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দেশকে রক্ষায় যুদ্ধ ঘোষণা করে আইনশৃঙ্গলা বাহিনী। এরই অংশ হিসেবে গত ১ বছর ধরে চলা মাদকবিরোধী অভিযাধে দেড় লাখের বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে RAB- পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ৩২৯ মাদক ব্যবসায়ী। টানা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে ইয়াবার প্রধাণ রুট কক্সবাজারের টেকনাফের ১০২ জন ইয়াবা ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ফলে ঠেকানো যায়নি ইয়াবার কারবার। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও হরদম চলছে ইয়াবা ব্যবসা। পাল্টে ফেলা হয়েছে ব্যবসার ধরনও। আগে টেকনাফ দিয়ে বেশিরভাগ ইয়াবা প্রবেশ করলেও বর্তমানে সমুদ্রপথ ও উখিয়ার দুর্গম পাহাড়ি পথ বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। আর ইয়াবা চালান দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে আকাশপথ। ভাড়া করা হচ্ছে মানুষের পাকস্থলী। বিক্রয়ের ধরনেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। বিভিন্ন অনলাইনে বিক্রি হচ্ছে ইয়াবা। ফলে তাদের ধরতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্গলা বাহবাহিনীকে।সমাজ ও অপরাধ বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, এক বছর ধরে মাদক বিরোধী যে অভিযান চলেছে সেটাকে আমরা স্বাগতম জানাই। তবে এই অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের প্রভাবশালীদের সঙ্গে আঁতায়. অর্থের সঙ্গে আপস করার ঘটনা এ অভিযানকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়াও আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর কিছু আসাধু সদস্যও মাদক কারবারিদের সহায়তা করছে। কিছু. কিছু ক্ষেত্রে নিজেরাও এই কারবারে যুক্ত হয়ে পড়ছে। তাদের আইনের আওতায় আনতে না পারলে এ অভিযানে কার্যকর সফলতা আসবে না। কারণ তারা টিকে থাকলে মাদক কারবারও টিকে থাকবে। ওই সমাজ বিশ্লেষক আরো বলেন, আমাদের দেশে কোনো মাদক উৎপন্ন বা তৈরি হয় না। কিন্তূ দীর্ঘদিন ধরে সরবরাহ থাকায় একটা চাহিদা তৈরি হয়েছে। তাই মাদক সহজে থামবে না। মাদকের আগ্রাসন থামাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ বন্ধের দিকে নজর দিতে হবে। সেটা না করে দেশের অভ্যন্তরে এ ধরনের অভিযান এক পক্ষীয় ভূমীকা পালন করবে। বিজিবিসহ সব সংস্থার সমন্বয়ে আরো জোরালো অভিযান চালাতে হবে। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে সচেতনতামূল উদ্যোগ নিতে হবে। এই বিষয়ে আমরা পিছিয়ে ।
প্রকাশিত : মাহবুব আলম জুয়েল (সম্পাদক)
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।