১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে শীব নদী পাড়ে বিনোদন প্রেমী মানুষের ঢল। মাদারল্যান্ড নিউজ

সোহানুল হক পারভেজ,তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরের শীব নদীর উপর নির্মিত সেতুতে বিনোদন প্রেমি মানুষের উপচে পড়া ঢল নেমেছে। চলতি বছরের ৫ জুন বুধবার ঈদ-উল-ফিতরের দিন দুপুরের পর থেকে বিনোদন প্রেমী মানুষের ঢল নামে। যদিও প্রতিদিন বিকেলেই এখানে বিনোদন প্রেমী বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, তবে ঈদ দিনে কয়েক হাজার বিনোদনপ্রেমী মানুষের সমাগম ঘটে। রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন শীব নদীর বুক চিরে বয়ে চলা তানোর-সইপাড়া রাস্তর ওপর নির্মিত সেতু এখন বিনোদন প্রেমিদের কাছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে রুপ নিয়েছে। ঈদের ছুটিতে তানোরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন। একদিকে সেতু অন্যদিকে নদীর বন্যানিয়ন্ত্রণ বাধের দু’পাশে সারি সারি গাছের নয়নাভিরম দৃশ্য যে কোনো বিনোদন প্রেমি মানুষকে কাছে টানবে। যে কারণে প্রকৃতির নির্মল মাতাস ও বাধের নয়নাভিরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামছে।

জানা গেছে, তানোওে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় শীব নদীর ওপর নির্মিত সেতু ও বন্যা নিয়ন্ত্রণ বাধকে মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শীব নদীর বাধ অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিিিচতি লাভ করবে। তানোর উপজেলা বাসির দাবি শীব নদীর বাধ ঘিরে এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপরে জরুরী হস্তপে কামনা করেছেন। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি শুধু তানোর নয় বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ