১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোর-মোহনপুরের ঝুকিপুর্ন বেইলী ব্রিজের বেহাল দশা, দূর্ঘটনার অতি আশঙ্কা: মাদারল্যান্ড নিউজ

নিজেস্ব প্রতিবেদকঃ

রাজশাহী জেলার তানোর উপজেলার সদরের সাথে মোহনপুর উপজেলার যোগাযোগের প্রধান সড়ক কাশিম বাজার হইতে মোহনপুর উপজেলা সদর রাস্তা। এ রাস্তার কাশিম বাজার বুরুজ বেইলী ব্রীজটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ব্রীজটির কয়েকটি বেইলী পাত ভেঙ্গে গেছে এবং বেশ কয়েকটি বেইলীপাতের ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন চলছে কয়েক’ শতাধিক যানবাহন। চলছে ছাত্রছাত্রীসহ সহস্রাধিক পথচারী। ভারি কোন যানবাহন উঠামাত্রই ব্রীজটির বেইলী পাত ভেঙ্গে পড়ার উপক্রম হয়।পথচারীদের ভাবনা যে কোন মুহূর্তে ব্রীজটির বেইলী পাত ভেঙ্গে পড়বে, এমনি ধারণা স্থানীয় লোকজনের। সরেজমিনে দেখা যায়,কাশিম বাজারের পূর্ব প্রান্তে বুরুজ গ্রামের পূর্ব পার্শ্বে দিয়ে শিব নদীর উপর প্রায় ২৮ বছর পূর্বে নির্মিত হয় বেইলী ব্রীজটি, জনসাধারণের তুলনায় বুরুজ বেইলী ব্রীজটি ছোট । ফলে এক প্রান্ত থেকে একটি বাস বা মালবাহী ট্রাক উঠলে ব্রীজে আর কোন পথচারী উঠতে পারেন না। যার ফলে ওই কভারভ্যান বা বাস ব্রীজটিকে অতিক্রম করার আগ পর্যন্ত অপরপ্রান্তের যানবাহন ও পথচারীদের অপেক্ষায় থাকতে হয়। এতে ব্রীজের উভয় এলাকায় যানজট সৃষ্টি হয়। বাড়ে সাধারণ মানুষের ভোগান্তি। দীর্ঘ দিনের পূরনো ব্রিজটি সংস্কারের জন্য তানোর মোহনপুরে যেন দেখার কেউ নেই!! কিন্ত এ ব্রীজ দিয়েই রাতদিন ২৪ ঘন্টা শত শত যানবাহন পথচারী চলাচল করছে।গনযোগাযোগ ও যানবাহন চলাচলের জনগুরুত্বপূর্ণ এ ব্রীজটি দ্রুত সংস্কার দাবী দুই উপজেলা বাসীর।

তথ্য ও চিত্র: মামুনুর রশিদ।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ