সর্বশেষ সংবাদ
রাবি প্রতিনিধি: রাবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে চাকুরীচ্যূত করার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন স্কুলের প্রভাষক মো. দুরুল হুদা।
আজ সোমবার সকালে মতিহার থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। এতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগও করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে দুরুল হুদা উল্লেখ করেন, আমি ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাবি স্কুল এন্ড কলেজে প্রভাষক পদে যোগদান করি। কলেজের অধ্যক্ষ অবসরে গেলে উপাধ্যক্ষ জনাব মো. শফিউল আলম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রাপ্ত হন।
পরবর্তীতে অধ্যক্ষ পদে নিয়োগ প্রাপ্ত হলে আমাকে তাহার প্রথম কণ্যার সাথে বিবাহের প্রস্তাব দেন। বিয়েতে সম্মত না হয়ে অন্যত্র বিয়ে করলে এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে চাকুরীচূত্য করার হুমকি দেখার এবং অবৈধভাবে শিক্ষক নিয়োগের চেষ্টা চালান।
উক্ত নিয়োগে আমি সহ অন্যান্য শিক্ষকগণ প্রতিবাদ করলে অন্যদেরও চাকুরীচ্যূত করার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় তার স্ত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু তাকে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মতিহার থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও উল্লেখ করেন, আমি উক্ত মামলায় জামিন প্রাপ্ত হয়ে বের হয়ে আসলে অধ্যক্ষ এবং তার স্ত্রী মিথ্যা মামলায় আমাকে হয়রানির পর পুনরায় চাকুরী ছাড়ার জন্য বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করেন।
চাকুরী ছাড়তে রাজি না হওয়ায় পুনরায় প্রথম আলো পত্রিকায় গত ১৬ ফেব্রুয়ারি তারা প্রভাবিত করে মিথ্যা তথ্য উপস্থাপন করে জামিন বাতিলের অপচেষ্টা চালাচ্ছেন এবং আমাকে চাকুরীচ্যূতসহ জীবন নাশের হুমকি প্রদান করেছেন। তারা বলে বেড়াচ্ছেন খবরের কাগজে মিথ্যা খবর প্রকাশ করে জামিন বাতিলে ব্যবস্থা গ্রহণ করব।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।