২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ওমরাহ করতে সৌদিতে পূর্ণিমা।। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: দেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। কিন্তু বর্তমানে তিনি অভিনয়ে অনিয়মিত। বহুদিন ধরে ব্যস্ত ছিলেন উপস্থাপনা নিয়ে। কয়েক মাস ধরে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবির কাজ করছেন তিনি। কিন্তু কোনোটার শুটিংই শেষ হয়নি। ছবি দুটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল এবং দুটিরই নায়ক ফেরদৌস। ‘গাঙচিল’ ও ‘জ্যাম’-এর শুটিং বর্তমানে বন্ধ রয়েছে। তারই ফাঁকে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মরুর দেশ সৌদি আরবে উড়ে গিয়েছেন পূর্ণিমা। এ প্রসঙ্গে নায়িকা বলেন, অনেক আগে থেকেই ইচ্ছা ছিল পবিত্রভূমি মক্কা-মদিনায় যাবো। অবশেষে আল্লাহ্‌ রহমত করলেন। ইচ্ছাটা পূরণ হচ্ছে। আট-নয় দিন সৌদি আরবে থাকব।’ এদিকে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে, পূর্ণিমা অভিনয় ছেড়ে দিচ্ছেন। এ জন্য তিনি ওমরাহ হজ পালনে সৌদি আরবে গেছেন। কিন্তু এ ব্যাপারে পূর্ণিমা বলেন, ‘খবরটা একেবারেই সত্যি নয়। মিথ্যে খবর। অভিনয় করাটা আমার পেশা। আর ধর্ম পালন করাটা আমার দায়িত্ব। তাই না জেনে কেউ গুজব ছড়াবেন না।’ ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল পূর্ণিমার। সেখানে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। এরপর রিয়াজ, শাকিব খান ও ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন মিষ্টি হাসির এই নায়িকা। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ