২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত।মাদারল‍্যান্ড নিউজ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে নওগাঁর মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার প্রধান শহীদ মিনারে ৩১ বার তপধ্বনি, পুষ্পস্তবক অর্পন, নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সারা দেশের ন্যায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এদিন সকালের কর্মসূচীতে কুচকাওয়াজ প্রদর্শন করে মান্দা থানা পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পরে সালাম গ্রহণ করেন ইউএনও খন্দকার মুশফিকুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে।

ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান, নব নির্বাচিত মান্দা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স.ম জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, তদন্ত ওসি মাহবুব অালম, কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও)রেজাউল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মন্ডল, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মীর্জা মাহবুব বাচ্চু, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল অালী মন্ডল প্রমুখ।

একই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ধীর গতিতে মটর সাইকেল চালানো, ক্রীড়া প্রতিযোগীতাসহ ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়।

এছাড়া উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজ, মান্দা মমিন শাহানা সরকারী ডিগ্রি কলেজ, বিএনবি অাইডিয়াল কলেজ,রেবা আখতার আলিম মাদ্রাসা,মান্দা থানা অাদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ,কয়াপাড়া কামাড়কুড়ি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।#

প্রকাশিত: মাহবুব আলম জুয়েল

26/03/2019

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ