সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোটার,সোহানুল হক পারভেজ,তানোর (রাজশাহী) :
রাজশাহীর তানোরে বিএনপি কর্মীর অবৈধ মটরে পল্লী বিদ্যুতের আবাশিক সংযোগ নিয়ে অবৈধ সেচ বাণিজ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চলতি বছরের ২৩ মে বৃহস্প্রতিবার স্থানীয়রা ডাকযোগে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের (জিএম) কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে অবৈধ মটরের অবৈধ সেচ বাণিজ্য নিয়ে এলাকায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পরের জায়গা, পরের বিদ্যুৎ এক কথায় বলতে গেলে সাদেক প্রতিবেশীর মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে। স্থানীয়রা বলেন, সাদেকের অবৈধ সেচ বাণিজ্য বন্ধ ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে তার দেখাদেখি অন্যরাও বাড়ির মটর থেকে সেচ বাণিজ্য শুরু করবে।
স্থানীয়রা জানান, তানোরের কলমা ইউপির নড়িয়াল গ্রামের বাসিন্দা মৃত সাইদ আলীর পুত্র সাদেক আলী বিএনপির সক্রিয় কর্মী ও অর্থের যোগানদাতা। তিনি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে চকরতিরাম গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে অবৈধ সেচ মটর স্থাপন করেন এবং জালালের বাড়ির আবাসিক সংযোগ থেকে সেচ মটরে অবৈধ সংযোগ নিয়ে সেচ বাণিজ্য করছে। তারা আরো বলেন, স্থানীয় পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তার যোগসাজশে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে তিনি কৃষকদের জিম্মি করে বিঘা প্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকা করে সেচ চার্জ আদায় করছেন। এছাড়াও সেচ কমিটির অনুমোদন ব্যতিত বিএমডিএর গভীর নলকুপ স্কীমের কমান্ড এরিয়ায় এই মটর স্থাপন করা হয়েছে। অর্থাৎ পরের জায়গা, পরের বিদ্যুৎ ব্যবহার করে সাদেক সেচ বাণিজ্য করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (এজিএম) সানোয়ার হোসেন বলেন, আবাসিক সংযোগ থেকে সেচ দেয়ার কোনো সুযোগ নাই। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে সাদেক আলী বলেন, নিয়ম-অনিয়ম বুঝিনা বাড়ির মটর থেকে সবাই সেচ দিচ্ছে তাই তিনিও সেচ দিচ্ছেন। এব্যাপারে জলিলের স্ত্রী নিলুফা বলেন, তারা বিদ্যুৎ সংযোগ আর দিবেন না। কিন্তÍ সাদেকের হুমকি-ধামকির কারণে তারা বিদ্যুৎ সংযোগ দিতে বাধ্য হয়েছেন।
২৬ মে ২০১৯
প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।