২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-ঢাকা-রাজশাহী ট্রেনের আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয়েছে। এছাড়া কাউন্টার গুলোতে অগ্রিম অন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল করিম। তিনি বলেন, রাজশাহী-ঢাকা-রাজশাহী অন্তঃনগর ট্রেনের আসন বিন্যাসের নতুন করে করার জন্য ২৭ ডিসম্বেরের অগ্রিম টিকিট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে তা প্রত্যাহার করা হয়। কাউন্টার গুলোতে ঠিকমত টিকিট বিক্রি করা হচ্ছে। প্রসঙ্গত, গত দু’দিন আগে গত (বৃহস্পতিবার) টিকিট কাউন্টারে ঝুলানো হয়েছিল অন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধের কথা।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ