২১শে মে, ২০২৫ ইং, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুনিম আলী (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
রোববার দিবাগত রাত ৯টার দিকে নগরীর বসুয়া বিল্লালের মাঠে প্রতিপক্ষরা তার হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। আহত মুনিম আলী নগরীর ডিঙ্গাডোবা এলাকার মৃত মোফাজ্জল আলীর ছেলে।
হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, মুনিমের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ