২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

মশার কামড় ও উৎপাতে জনজীবন অতিষ্ঠ! মাদারল‍্যান্ড নিউজ

মাদারল‍্যান্ড ডেস্ক: মশার কামড়ে ডেঙ্গু, ম‍্যালেরিয়া,বর্তমানে জিকা, চিকনগুনিয়া রোগ হয়ে থাকে। রাজশাহী তানোর উপজেলায় মশার কামড় ও উৎপাতে জনজীবন সহ জীবেরা অতিষ্ঠ। সরকারি ভাবে মশা নিধনের ব্যবস্থা থাকলেও দীর্ঘদিন থেকে কোন মশা নিধনের বিষ প্রয়োগ করা হয় নাই। যাতে করে দিন দিন মশার পরিমাণ বেড়ে চলেছে। পাড়া মহল্লায়, বাজারে, দোকানে, মাঠে-ঘাটে, ঘর বাড়িতে, ড্রেনে, খোলা জায়গায় জমে থাকা পানিতে, প্রায় সব জায়গায় মশার সংখ্যা ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। কানের কাছে মশার ভো ভো শব্দে আর কামড়ে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সকল বয়সী মানুষ। আশঙ্কা করা যাচ্ছে অতি শীঘ্রই মশা নিধনের ব্যবস্থা না করলে রোগের সংখ্যা ব্যপক হারে ছড়িয়ে যেতে পারে। জন ও জীব জীবনের নিরাপত্তার স্বার্থে অতি শীঘ্রই মশা নিধনের ব্যবস্থা করা হোক। অনুরোধে, এলাকার জনসাধারণ।

মাহবুব আলম জুয়েল (সম্পাদক)
০১৭১১-২৭০৪৩৩
০১৬১১-২৭০৪৩৩
০১৫১১-২৭০৪৩৩

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ