১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী তানোরের গর্ব কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ!

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী তানোর উপজেলার কৃতিসন্তান কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ নামটি এক উজ্জ্বল নক্ষত্র। গত ৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে তিনি মালয়েশিয়ায় কৃষি বিজ্ঞানীদের একটি সম্মেলনে অংশগ্রহণ করছেন। তার উদ্ভাবিত “নূর ধান-২” ধান জাতটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। এটি বাংলাদেশের ধান গবেষণা এবং কৃষি উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

নূর ধান-২ ধান জাতটি তিনি দীর্ঘ ছয় বছরের পরিশ্রম ও গবেষণার মাধ্যমে দেশের সবচেয়ে চিকন এবং উচ্চ ফলনশীল এই ধান উদ্ভাবন করেছেন, যা বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু ধানের জাতের চেয়েও বেশি মানসম্পন্ন।

স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদের দাবি, এটা পোলাওর চাল চিনিগুঁড়ার মতোই চিকন, তবে চিনিগুঁড়ার চেয়ে লম্বা। দেশের ঐতিহ্যবাহী দাদখানি এবং তথাকথিত মিনিকেটের চেয়ে এ চাল অনেক চিকন বলেও দাবি করেছেন নূর মোহাম্মদ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ