সর্বশেষ সংবাদ
জামি রহমান ও মহিউদিন লিটন রাবি থেকে: রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনী উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে সমাবর্তনী অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিহাসবিদ অধ্যাপক ড. রঞ্জন চক্রবর্তী।
উপাচার্য বলেন, সুষ্ঠুভাবে সমাবর্তন সম্পন্ন করতে সাংগঠনিক কমিটিসহ ১৬টি উপ-কমিটি কাজ করছে। বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ কঠোর নজরদারি করছে।
তিনি আরও জানান, সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন ৩ হাজার ৪ শো ৩১ জন গ্রাজুয়েট। কলা অনুষদে ৬ শো ৬৬ জন, আইন অনুষদে ৮৯ জন, বিজ্ঞান অনুষদে ৩ শো ৭৭ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ৫ শো ৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ৫ শো ৮১, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে ৩ শো ১০ জন, কৃষি অনুষদে ৮৫ জন, প্রকৌশল অনুষদে ১ শো ৩৫ জন, চারুকলা অনুষদে ৪৩ জন, বিভিন্ন ইনস্টিটিউটসমূহে ৬ জন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রির জন্য যথাক্রমে ৫১১ ও ১২৩ জন নিবন্ধন করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ওঅধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল-আরিফ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাস কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমূখ।
প্রসঙ্গত, রাবির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর। ওইবার উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ঘোষণা দিয়েছিল যে প্রতিবছর সমাবর্তন আয়োজন করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।