২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার। মাদারল্যান্ড নিউজ

সাফিয়ান স্বাধীন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সালমা (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ৮:৩০ উপজেলার পাকড়ী ইউনিয়নের জোৎগোপাল এলাকায় কিশোরীর বাড়ির বাইরে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সালমা গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের জোৎগোপাল গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাসমত আলী এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,গত মাসে এই মেয়েটি রাজশাহী বাঘার এক আনসার সদস্যকে বাদী করে ধর্ষণের মামলা দায়ের করেন।

এবং পারিবারিক সূত্রে জানা যায়,সোমবার রাত ৮:৩০ দিকে গ্রামের লোকজন বাড়ীর বাইরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেই । পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান গোদাগাড়ী থানার অফিসার্স ইনচার্জ ওসি (তদন্ত)।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ