২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাস্তার মাঝেই নাটোর ২আসনের পার্থী শিমুলের সাথে ভোটার জ্যোৎস্নার সাক্ষাৎ

ডেক্স:: শত গাড়ি থামিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৫৯ নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের শফিকুল ইসলাম শিমুলের সাথে ভোটার জ্যোৎস্নার সাক্ষাৎ হয়েছে । মুলত নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের শফিকুল ইসলাম শিমুলের ভোট প্রচারণার সোডাউন দেওয়ার সময় রাজশাহীর পথে এ সাক্ষাৎ টি হয়। শত গাড়ি থামিয়ে রাস্তার মাঝে শফিকুল ইসলাম শিমুলের এই সাক্ষাৎ দেখে আশে পাশের মানুষ মুগ্ধ হয়। খুশিতে সবার মুখে শফিকুল ইসলাম শিমুলের জয়ের গান।

 

সরজমিনে দেখা যায় ভোট প্রচারণার সোডাউন এর জন্য ব্যবহার হয়েছে শতাধিক মটর বাইক, মাই ক্রো, বেশ কিছু কার গাড়ি সাথে শত শত জনতা। আরো দেখা যায় শফিকুল ইসলাম শিমুলের সাথে একবার সাক্ষাৎ করার জন্য পয়েন্ট এ পয়েন্ট এ দল বেধে আছে শতাধিক সাধারণ মানুষ। সাধারণ মানুষের সাথে কিছু সময় হলেও এ ভাবেই সাক্ষাৎ করছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৫৯ নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের শফিকুল ইসলাম শিমুল।

প্রকাশিত বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ