২৩শে মে, ২০২৫ ইং, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র লিটন

নিজস্ব প্রতিনিধিমহানগরীর ২নং ওয়ার্ডের খ্রিস্টানপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার সন্ধ্যায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ও জেলা ইউনিটের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের গায়ে চাদর পরিয়ে দেন মেয়র। এ সময় মেয়র বলেন, সরকার শীতার্তদেরকে শীতবস্ত্র প্রদান করছে। আমরা যেভাবে পারছি শীতার্তদের পাশে দাড়াচ্ছি, তাদেরকে কম্বল ও চাদর দিচ্ছি। সামর্থ্যবান যারা আছেন, তাদের উচিত নিজ নিজ জায়গা থেকে শীতার্ত অসহায় মানুষে দাঁড়ানো। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ও জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু ও ইউনিট অফিসার বাকি বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিকসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। উল্লেখ্য, আজ মহানগরীতে ছয় শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ