২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ককটেল বিস্ফোরণ

ঢাবি প্রতিনিথিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলা ও ডাকসু ভবনের আশপাশে মোট তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ও ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে মিলিত হয়। অপরাজেয় বাংলার পাদদেশে পৌঁছানোর আগে ডাকসু ভবনের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর অপরাজেয়া বাংলার পাদদেশে পৌঁছানোর পর সমাবেশস্থলের পাশেই বিস্ফোরিত হয় আরো একটি ককটেল। ঢাবি ছাত্রদল আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘দীর্ঘদিন পর আমরা ক্যাম্পাসে এসেছি। কিন্তু একটি মহল চায় না আমরা ক্যাম্পাসে থাকি। তারা ক্যাম্পাস থেকে আমাদের তাড়াতে উঠেপড়ে লেগেছে। এ কারণে আমাদের কর্মসূচিকে বানচাল করতে এ বার বার এ ঘটনা ঘটানো হচ্ছে।’ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপরাজেয় বাংলা থেকে একটি সমাবেশ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শুরুর পরপরই সেখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা ডাকসু ভবন এলাকায় গেলে সেখানে আরো একটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগে ২৬, ২৯, ৩০ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ৩০ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক কর্মচারী আহত হন। 

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ